ভাংচুর পাতায় মায়া দোল খায়,
নতুন পুরন আধিখ্যেতায়।
দিন দিন গুটিয়ে গল্প জুড়ে,
শুনো বোনে ইতিহাস পাতায়!
চোখ দেখে আয়না মেলা,
আলপনার সত রঙ।
অন্ধের শহরে আয়না বেছে,,
"যাযাবর আপন"।
শুনো শুনো বলতে বলতে,
বাজে ঢোল ঠন ঠন।
ছুটি হবে আপন জুড়ে,,
মায়াবলে তখন।
কিছু নাই,,  চিঠি পাই,,
সকল লবন জল।
ছায়া ভেবে মায়া ভাতি,,
ঝিকঝাক হট্টগোল।
ভাংচুর, ভাংচুর,
মায়া আপন।
বুঝিনাই শুনিনাই,,
কি লিখছে মন।
মায়া লাগিয়া পাগল আমি,,
ছায়া যে আপন।
ভাংচুর পাতায় মায়া দোল খায়,
যাযবর আপন।