-শাহারিয়ার আল হোসেন (আলিফ)


এই শহরের বুকে প্রতিনিয়ত
তৈরি হয় নিত্যনতুন গল্প, সবাই
ছুটছে রাত-দিন সেই সব পড়ার
সময় অল্প ।


কত বিচিত্র মনে ঘুরেফিরে বাহারি
রাঙের বায়না, নতুন রং কষে গেলে
কেউ আর ফিরে চাই না ।।


হলে ঝড় বাতাস যদি নামে
নিরঝুম বৃষ্টি, কিছু হয় না তাও
নরচর প্রাণহীন শূন্য দৃষ্টি ।


এতো আলো মাঝে কোথায় কালো
কারো নেই জানা, সারি সারি উঁচু উঁচু
দালানের ভিরে ভালো খারাপ সবই
আছে কোনো কিছুতে নেই মানা ।।


এই শহরে লেগে থাকে ব্যস্ততার
হাতছানি কেটে যায় দিন-রাত্রি, কত
চিনা মানুষ অচেনা হয়ে যায় সবাই
যেন চুটে চলা কোনো ট্রেনের যাত্রী ।


মায়া হীন উদাস শহরে হিসাব
মিলে না বালি আর ইট যোগা-
বিয়োগের খেলায়, এই শহরে দিনে-
রাতে মানুষ হরেক স্বপ্ন বুনে চারিদিকে
মেতে থাকা এতো আলোর মেলায় ।।