মাঝে মাঝে ইচ্ছে করে
তোমায় নিয়ে লেখি একটি
গান, যেন সেই গানে ভরিয়ে
দিতে পারি ওগো তোমার প্রাণ ।।


মাঝে মাঝে ইচ্ছে করে হয়ে যায়
কোনো এক বেলা, যেন সে বেলায়
তোমায় মিশিয়ে রাখতে পারি
আমি আমার সারাবেলা !


মাঝে মাঝে ইচ্ছে করে হয়ে যায়
দূর আকাশের পূর্ণিমা চাঁদ, যেন
তোমার ভিতরে বিলীন হয়ে জাগে
থাকতে পারি সারা রাত ।।


মাঝে মাঝে হচ্ছে করে হয়ে যায়
রাত জাগা জোনাকি, যেন তাদের
আলোর মেলায় জুড়িয়ে দিতে পারি
তোমার দুখানা আখিঁ !


মাঝে মাঝে ইচ্ছে করে হয়ে যায়
বৃষ্টি ঝরা দমকানো হাওয়, যেন
সে হাওয়া তোমায় দিতে পারি
আমার ভালোবাসার ছোঁয়া ।।


মাঝে মাঝে ইচ্ছে করে হয়ে যায়
বেলি পদ্ম বকুল, যেন মালা হয়ে
জুড়িয়ে তাকতে পারি তোমার
খোপার মাথার ফুল ।


মাঝে মাঝে ইচ্ছে করে হয়ে যায়
ঝর্ণার জল, যেন সেই জলে ভিজ
গড়ে তুলি কোনো এক খোলো হল ।


মাঝে মাঝে ইচ্ছে করে হয়ে যায়
কোনো এক দূরগামী পাহাড়, যেন
সবুজ আমেজে মিশে তুমি আর
আমি মিলে হতে পারি একাকার ।।


মাঝে মাঝে ইচ্ছে করে হয়ে যায়
নদী, যেন তোমার পানে বয়ে যেতে
পারি প্রতিক্ষণে আমি নিরবধি ।।