খাঁচা ছেড়ে উড়াল দিল সুখ
পাখি উড়ে, আসে'না আর
আসে'না সুখ পাখি খাঁচায়
ফিরে ।।


সুখ পাখি দিল ব্যাথা আপন
হওয়ার ছলে, সে তো তেপান্তরে
উড়াল দিল আমায় একা ফেলে !


জানি না কি কারণ ছিল
ছেড়ে গেল সুখ পাখি মায়ার
বাঁধন চিড়ে, মনের খাঁচায় তারে
রেখেছিলাম যতন করে ।।


সুখ পাখি ভুলে গেল আপন
নীড় ভুলে, অশ্রুজলে ভাসিয়ে
গেল আপন খাঁচা একা ফেলে !


মনের মাঝে সুখি নিয়ে
ভেধেছিলোম বাসা, খাঁচা ছেড়ে
সুখ পাখি চলে গেলো ভেঙ্গে
দিল আশা ।।


শন্য খাঁচায় করে গেল সুখ পাখি
আপন সুখের ঘর, করে গেল সুখি
পাখি আমায় বড্ড একা পর ।