পোষা প্রাণী;
সহজে পোষ মানে যে হাতে!
সে হাতের পরশে যদি সুখ খুঁজি
বলো দোষ কী তাতে?


যে হাতের পরশে;
হিংস্র পশুর ঘুম নেমে আসে!
সে হাতের ছোঁয়া পেতে
চোখে মোর স্বপ্ন ভাসে।


আদুরী মুখে তাঁর;
দেখি যখন ঝিলিকের হাসি!
বাস্তবতা ছেড়ে তখন
শুধুই স্বপ্নলোকে ভাসি।


ক্ষণিকের দেখায় তাই;
প্রেমে পড়ি বারবার !
তাঁর হাসিতে ভালোবাসা খুঁজি
শুণ্যতায় বহে হাহাকার।


পাব কিনা কভু আর;
তোমায় একটু দেখিবার!
যে চাহনীতে খুঁজে পাই দিশা
নবরূপে আবার জাগিবার।