ভালবাসা যে মানুষকে
সোনায় পরিণত করে
তা ওকে না দেখলে
কখনো বিশ্বাষই হতোনা।
ছোট্র ছেলেটি অজস্র
লালসা চোখে মুখে
কোন এক অদ্ভুত স্বপ্ন
তার পর বেড়ে উঠা।
এঁকে যাচ্ছে স্বপ্নগুলো
উঁকি দিচ্ছিল সোনালী ফসল
হঠাৎ থমকে দাঁড়ালো
বাধাগ্রস্থ প্রায় সকল।
যাদের সে ভেসেছে ভাল
তারাই যেন নিয়ে এল
পূর্ণিমা রাতে
আমবশ্যার কালো।
ভালবাসার টান ওকে
একটুও দমাতে পারেনি
পারেনি দমাতে সুপ্ত প্রতিভার
আলোর ঝলকাণি।
যতই পেয়েছে রক্তে মাখা
নীল কষ্টের দাগ
তবু হাঁসি মুখে করেছে বরণ
সুখ করেছে ভাগ।
চাওয়া গুলো তার হারিয়ে গেল
পায়নি কিছুই ভবে
তবু প্রার্থনা তার পরকালে
শান্তি পাবে সবে।