বহুবার চেয়েছি
বন্ধ হোক; এই রক্ত ক্ষরণ
হাওয়ায় মিশুক অলীক স্বপ্ন
যেথায় মোর উপস্থিতি বারণ।


বহুবার চেয়েছি
তুমি এসো না আর; আগন্তক রূপে
ভাঙ্গা হৃদয়ের জমানো ব্যথার নীড়ে
ছিন্নভিন্ন স্মৃতিরা পড়ে রয় যে কূপে।


বহুবার চেয়েছি
স্পর্শহীন থাকুক; হৃদয়ের বিষপোঁড়া
প্রেমলীলার তুমুল আঘাতে শঙ্কিত যে
আশাহত হয়ে খুঁজে শেষ বিকেলের ছোঁয়া।