যৌবনের শুরুতে তুমি এসেছিলে
এক অতৃপ্ত ক্ষুদার সামনে
মুহুর্তে সব বিলিন হয়েছিল
মায়াভরা উষ্ণ আলিঙ্গনে।
স্বপ্নেরা সেদিন উঁকি মারছিল
আমার ভাঙ্গা দরজার পাশে
বিভোর ছিলাম ভাবতাম,
পাছে তুমি ফিরে যাও ত্রাসে।
নেহাৎ ভাবনা, ছাড়নিকো তুমি
কালের অসভ্য আচরণের তীর
কখন যে হৃদয়ের কুসুমবাগে
স্থাপন করেছে চর।
মরুভূমির ন্যায় হৃদয় এখন
ছাড়ে শুধুই দীর্ঘশ্বাস
কবে যেন থেমে যাবে
অভিশপ্ত জীবনের নিঃশ্বাস।