থাকতে যদি লুকিয়ে তুমি কিংবা একটু দূরে
মা যে তোমার পাগল হতো, খুঁজতো নদী বেয়ে।
তোমার বাবা এলে রাতে হাতে কিছু নিয়ে
মা বলতো উঠো সোনা দেখতো একটু চেয়ে।


খাবে কিনা বলো বাবা? ঠান্ডা হবে যে
এই দেখ না কত কিছুর বাজার বসেছে।
কষ্ট একটু হলেও মায়ের আনতো কোলে তুলে
তুমি না খেলে বাবা যে আজ থাকবে উপোস করে।


েসেই আদরের ছেলে তুমি করতে তোমায় লালন
বিসর্জন দিতো মায়ে ছিলো যতো আপন।
তোমার মুখে দেখতে হাসি, কাঁদতো মা দিবানিশি
লুকিয়ে রেখে যন্ত্রণা তার সাজিয়েছিল স্বপ্ন তোমার।


সেই স্বপ্নে বড় হলে, করলে দুনিয়া আলো
আজ কি তুমি নিচ্ছো খবর? মা কি আছে ভালো।
সেই মা তোমার ক্যামনে আছে, কাঁদছে কি সে আজো
পাশে তোমায় না দেখলে খাবে না সে আদৌ।


নাহি নিলে খবর তাহার না করলে আদর
মারা গেলে মাটি চাপায় দিও শুধু কবর।