ভেবেছো কীটপতঙ্গের ন্যায়
তোমার শরীলে বসে
দংশন করবো
ঐ নিষিদ্ধ অঙ্গে।
অবশেষে পালিয়ে যাবো
যখন মরণ যন্ত্রণা
পাহারা বসাবে চারিপাশে।
আমি বলি...
অসহ্য যন্ত্রণার বান
ধীরে ধীরে রক্ত চুষে
ফেলে যাবে কঙ্কাল দেহ
চট হয়ে রবে অস্থিগুলো।
তখনো নিজস্ব ভঙ্গিমায়
ডাকবো কাছে তোমায়
হারিয়ে যাবো আত্মার মিলনে
সাজবো নব যৌবনের সাজে।