সূর্য উঠে অস্ত যাবে বলে
তবু আলো ছড়িয়ে যায়
ধরনীর বুকে আগুন জ্বেলে
ক্ষণে ক্ষণে সে ও পালায়।


তার উদিতে প্রখর ভূমি
ভয়ে লুকায় অমানিশা
চক্ষু মেলিয়া দেখিতে ধরনী
দিয়ে যায় মোরে দিশা।


উদারতার মাঝে লুকায়িত জ্বালা
চৌচির করে মাঠ
এক ফোঁটা জলের তীব্র পিপাশায়
করে আর্তনাদ।