লাল রংয়ের প্লাষ্টিক টিউব
শোভা বাড়িয়েছে ডাস্টবিনের
যদিও তা উচ্ছ্বিষ্ট ছিল।
কিনার ঘেসে হেঁটে চললো পথশিশু
চোখ পড়লো তার ডাস্টবিনে
হাতে তুলে নিলো তা সাদরে।
চোখ সামনে নিতেই পরখ করলো
কিছুটা হয়তো রেখেছিলো তার জন‌্যে
চিন্তা না করেই তা মুখে নিলো।
তাতে মুখ ভিজলো ঠিকই
পেটে পড়েছে কিনা জানা হয়নি
ওতেই ওর পরিতৃপ্ত হাসি।
মনে হলো সৌনালী সূর্য উঁকি দিলো
লাল সবুজের পতাকায়
আমি নির্বাক এটুকুই চেয়েছিলো?
চাওয়া-পাওয়ার ছোট্ট ব্যবধান
অথচ বৈষম্য পাহাড় সম
ভাবি; সমাজ ব্যবস্থা এতোটাই অসম।
তারাই অমানুষ, এরা নয়
যাদের ক্ষণিকের উত্তেজনায়
আজকের এই পথ শিশুর জন্ম।
স্যালুট তোদের হে পথ শিশু
ভাবিসনে তােদের নগণ্য
ঘৃণা তাদের, যারা করেছে পাপ জঘণ্য।



কাব্যগ্রন্থ- ইচ্ছে পূরণের আকুতি