পতিতার নগ্ন বিছানা ছেড়ে
উঠে এলে সভ্যতার শিখরে
পশু সুলভ আচরণের রাত্রি
ভুলে; চল ভদ্রতার বেশে।
খোলস পাল্টানো সর্পের ন্যায়
চাকচিক্য শরীর তোমার;
ভাব কালো রাত্রির মেঘ
ডাকছে কাছে তোমায়।
দেখবে ভেসে যাওয়ার ভয়
চারদিকে কাঁপন ধরাচ্ছে অদ্ভুদভাবে
তোমার মৃত আত্মার চারপাশে।
তবু চল তুমি সন্মুখে
অথচ সমপাপে যে অপরাধী
তোমায় মুক্ত রেখেছে সেদিন
সে পড়ে রয় পশ্চাতে।