সোনার চেয়ে খাঁটি
আমার দেশের পাট
জোয়ার ভাটায় তাজা করল
কত নদীর ঘাট।


পাল তুলে দাড় টেনে
হাঁকতো মাঝি সুরে
পাটের ভারে ডিঙ্গি নৌকা
চলতো সারে সারে।


চাঙ্গা হতো অর্থনীতি
মঙ্গা যেত দূরে
গৃহবধু জ্বালতো আগুন
প্রাণটা যায় তার জুড়ে।


পাট পণ্য বেজায় ভালো
দূষণ রক্ষা পায়
আসুন সবাই পাট চাষে
প্রজন্ম বাঁচাই।