মার্চ এলে টগবগিয়ে
জ্বলে আগুন রক্তে
শ্রমিক কৃষাণ অস্ত্র ধরে
স্বাধীনতার পক্ষে।


চারিদিকে বজ্র কণ্ঠ
বুলেট বোমার হাঁক
চল্ সকলে যুদ্ধে যাব
দিচ্ছে মুজিব ডাক।


মুজিব মানেই তেজোদীপ্ত
কণ্ঠে মধুর সূর
স্বাধীনতার ডাক তাঁহার
পৌঁছায় বহুদূর।


গ্রাম কিংবা চরাঞ্চলে
ওলি গলির প্রান্তে
এক হয়ে সব অস্ত্র ধরে
স্বাধীনতা আনতে।


কে'বা মজুর কে বেহাড়া
হোক না সে চাষী
একই মঞ্চে বাজাই সবাই
বিজয়ের বাঁশি।


নীল কুঠিরে লাল বেদনা
উত্তাল সোনার মাঠ
চারিদিকে একই আওয়াজ
বাদ পড়েনি ঘাট।


হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ মুসলিম
আছি সবাই বেশ
মার্চ এলে প্রেরণা পাই
সাবাস বাংলাদেশ।



জসিম বিন ইদ্রিস
মিরপুর, ঢাকা-১২১৬
মোবাইল: ০১৮১৪৮২৭৬৬০