চোখের সামনে তুলে নিলো
অবাক চেয়ে রই
এসব যদি পেশা হবে
মানবতা কই?
প্রতিদিনেই ঘটে এটি
নৈমিত্তিক কাব্য
এত রক্ত কোথায় রাখিস
কি সে উপজীব্য।
দ্বীর্ঘশ্বাস ফেলব কত
দোষ ছিল কি তার
শকুনের লোলুপ দৃষ্টি
করেছে চুরমার।
নিথর দেহ পড়ে থাকে
হিংস্র বাঘের থাবায়
ক্ষত-বিক্ষত লাশগুলো
তোদের কি আজ ভাবায়।