পৃথীবির খুব কম সংখ্যক নারী তাদের প্রতিভাকে বিকসিত করার সুযোগ পান। এক ধরণের নষ্ট পুরুষ তান্ত্রীকতা যার মূল অন্তরায়। সব প্রতিকুলতা জয় করতেই আজকের এই দিনে জন্ম নেন কবি সুফিয়া কামাল। যার অবদান বাংলা সাহিত্যে অনস্বীকার্য। তিনি অবদান রেখেছেন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণে। যা বাংলা ভাষাকে করেছে সমৃদ্ধ এবং নারীদের শিখিয়েছে অধিকার আদায়ের পথ। তাই আজকের দিনে কবির প্রতি রইল বিনম্রশ্রদ্ধা।-জসিম উদ্দীন।