সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাঁটতে থাকে-
মায়াময় চোখ,
পাহাড়, নদী, বিহঙ্গ, রঙ্গমহল, রমনীসঙ্গম, অঙ্গমর্দন, এভাবেই....


মনের গভীরেও আজ বাদামী অসুখ,
প্রেমহীন! শব্দে শিহরণ নেই...
মৃত্যুর খুব কাছাকাছি থেকে এসে
দুঃখরা সব গল্প জুড়ে দেয়!


তেমনি পৃথিবীর সকল খেলাগুলো আজ-
ছেঁড়া কাপড়ের টুকরোর মতই বিবর্ণ,মলিন!
তুমুল মত্ততাগুলো-
স্তনের বোঁটার মতই পিষে চলেছে নপংসুকের দল,
আকাশের বুক যেনো মেঘের সিঁথি!