শরতের আকাশে মেঘমালার
বিচিত্র রূপ ঘুরছে
সুখ-দুঃখের রেনু উড়াতে উড়াতে
আমার মনটাও আজ ঘুরছে।



সময়ের বিভাজনে অহেতুক
হেঁটে যাচ্ছে আমার পা দুটো,
তেমনি ভীষণ ক্লান্ত শরীরের গ্রন্থিগুলো,
যেমনটি বন্ধ্যা নারীরা ক্লান্ত হয়ে পড়ে
মাতৃত্বের অধীর প্রতিক্ষায়!



কখনো কখনো রৌদ্রেরঝাঁজ বুকে নিয়ে
তাকিয়ে থাকি উদিত সূর্যের দিকে,
হয়তোবা আমি এক উম্মাদ পুরুষ!
আমাকে চুম্বন করে অগ্নিবৃষ্টি।



ঈশ্বর আমাকে তমসাবৃত পৃথিবীর
বুকে কেন পাঠিয়েছেন জানিনা!
শুধু জানি আমিও ভোগ্যপন্য
এবং আমিও সঙ্গম ভালবাসি।



মন্ত্রফুঁক কাপালিক এর মতো
আমিও ফুঁ দিয়ে উড়িয়ে দিতে চাই
দগ্ধ পৃথিবীর কালো ছায়া,
যেমনটি স্বপ্নের চাদর বুকে জড়িয়ে
পবিত্র এক নারীসত্তা
প্রায়শ; আমাকে টেনে নিয়ে যায়
তাঁর বুকের গভীরে।



হয়তোবা খুব শ্রীঘ্রই জীবনের
অদৃশ্য সাঁকো বরাবর
এসেই আমি থেমে যাবো।
মৃত্তিকার বুকপাথরে জেগে উঠবে
আমার অনাদিকালের শব্দস্বর!