আমারো অসুখ, চোখ, মুখ, হাত, পা সবটাতেই অসুখ
আজকাল পাহাড় ও নদীর শব্দকেও বুঝতে পারিনা!
হাইওয়ের পাশে বিশাল বিলবোর্ডে ছাপানো
দীপিকা পাড়ুকোনকেও বেডপ লাগে!


বাইরে বৃষ্টি, ভেতরে আটাশের রমনীর শরীরি গন্ধ
মাঝেমধ্যে শরীর সরব হলেও বুকে বাজে দহন!


সকালের রৌদ্রছায়া, বাতাসের খুনসুটি পেরিয়ে
প্রভূত্বের অর্চনায়
পরিত্রাণের বদলে পেয়ে গেছি আমি নির্বাসনদণ্ড!
এইযেনো প্রচ্ছন্ন এক সমাধীস্থল, ব্লাকহোল।