আমার চোখ থেকে ঠিকরে পড়ছে অভিশপ্ত আলো-
মাতাল বাতাসে উদ্বেলিত রমণীর বেহায়াপনা,
ধৃতসমাজের রক্তবীজ কিংবা চটুল উৎসবের ফেনা।
অনাবৃত বুকে তখন তুমুল দীর্ঘশ্বাস, নিরালম্ব আত্মার বিলাপধ্বনি!
বে আব্রু লাশের পর লাশ ডিঙিয়ে-গঙ্গাজলে ভাসিয়ে দেয় কবিতার পাণ্ডুলিপি!