যাযাবর পথ চলায় আমি, সাথে একখণ্ড শহর
এখানে ওখানে ছুটে বেড়ায়
আমার চারপাশে হেঁটে বেড়ায় অশরীরি আত্মা।
অভয়মিত্র ঘাটে বোতল পানীয়ে বুঁদ হয়ে থাকা
তখনো রাতজাগা কবির দল ...
গিলগিলে অসভ্যতাগুলো হাতড়ে বেড়ায়...


আজ রাতে ভীষণ ইচ্ছে করছে
ন্যাংটা নাচা শহরটিকে গিলে খেতে,
কেননা এই শহরে শৃগালের দল ভুরিভোজ করে
আর হাগে,
বাঁদরগুলো সব ভেংচীকাটা খেলে।