শৃংখলিত কৈশোর পেরিয়ে যৌবলকালের পোড়াগন্ধে
বিপ্লব এবং অশুচি প্লাবন আমাকে টেনে নিয়ে গেছে
তুমুল দ্বন্দ্বের সমীকরণে,
কখনো কখনো মুষ্টিবদ্ধ প্রতিবাদী হাত কখনোবা লীলামুখরিত বাসনায়
প্রিয়তমার স্তনভারে মুখ লুকিয়ে পরাজয় মেনে নিই
আমি জানি রাহুগ্রস্ত সভ্যতার পিঠে ভর করেছে সর্বনাশের উপত্যাকা
তবুও আমি একাকী হেঁটে যাই বিদীর্ণ মাটির খুব কাছে
পলিমাটির আঁচড়ে কিংবা ইট-পাথরের দেয়ালে লেপ্টে থাকা
গুচ্ছ গুচ্ছ স্বপ্নগুলো গেঁথে রাখি বুকের পাঁজরে।