দ্বন্দ্বের ভেতরে থেকেও আমৃত্যু চেতনায় বির্দ্ধ হয়েছি। বুকের ভেতর শব্দহীন অনুভূতি-তর্জনীর সু-গভীর সংকেত। আগুন দেখেও কখনো কখনো ভেবেছিলাম জল! মাটির বুকে অবলিলায় বিঁধে রেখেছি রক্তবীজ।


কুলীন শ্রমে বেড়ে উঠেছি অদ্যাবধি, কোথাও খসে পড়ছিলো আমার হাত, কোথাও পা...…
গায়ে লাল শার্ট থাকায় লাল রক্ত অনেকর-ই দৃষ্টিগোচর হয়নি!


বলা যেতে পারে কুমারীর পবিত্রতা রক্ষা করার দায় যেমনটি ছিলো তেমনি ছিলো দেশ মাতৃকার প্রতি ভালবাসায়।