দিনটি ছিলো ১৪ ফেব্রুয়ারী, বিশ্ব ভালবাসা দিবস
অদৃশ্য এবং আহ্লাদী এক সুখের মহিমায় উদ্বেলিত হতাম
হৃদপিণ্ডে বেজে ওঠতো অপ্রার্থিত সুন্দরীর স্বপ্নছোঁয়া
সে যেনো আফ্রিদিতির জঠর থেকে বেরিয়ে এসে
কয়েক শতাব্দী পথ পেরিয়ে....
শ্বেতোজ্জ্বল তরঙ্গ প্রবাহে ঝাপিয়ে পড়বে আমার বুকে
হৃদয় সম্ভারে মাতাল করে দেবে তাঁর ঠাসা যৌবন!
অবিশ্বাস্য সুন্দরীর স্পর্শে এই বুঝি খসে পড়বে মহাজাগতিক নক্ষত্রপুঞ্জ!


পুনরায় সেই দিনটি ছিলো-১৪ ফেব্রুয়ারী, বিশ্ব ভালবাসা দিবস
কুয়াশা লাবণ্যের পথ ধরে ছুটে গেছি পলাশের মাঠে,
সূর্য থেকে রৌদ্রকনা লুটে নিয়ে মাইলের পর মাইল হেঁটে গেছি
কামনাদীপ্ত রমনীর ছোঁয়া পেতে, সেখানে  লুণ্ঠিত হয়েছে একগুচ্ছ লালগোলাপ!
এভাবেই অস্থির, উন্মাদ, তমসাবৃত হৃদয়ে প্রেম জাগাতে...
স্বপ্নে দেখা কুমারীকে বানিয়েছি আরাধ্য প্রতিমা।