এক টুকরো আলো হঠাৎ-ই আমার বুক পকেটে
অত্যাশ্চর্য আনন্দে হুড়োহুড়ি করলাম কিছুক্ষণ
যৎকিঞ্চিত আলো-
আলোড়নে পিছুমোড়ায় বিদগ্ধ অতীত।
আমার বিস্মিত চোখ জোড়ায় ঢুকে গেছে কলাকান্দা গ্রাম।
সেখানে মৃত্তিকার বুকে জেগে উঠে সকাল।
সময়ের বিবর্তণে গ্রাবু খেলায়-জিতে যায় তোমার নাম।
বুক পকেটে এক টুকরো আলো তুমি,
আলোর সমার্থক একজন যৌবনবতী!