এইমাত্র একটি গোলাপের পাপড়ি খসে পড়লো
চিঁচিঁ করে উড়ে গেলো নীল ফড়িং,
মুছে গেলো একটি কবিতার কিয়দংশ!
তখনি এক নারীর প্রতিমুখ যেনো
এক প্রাগৈতিহাসিক দুঃখের আবছায়া!
অনেকটায় মেসোপটেমীয় হিমযুগ-
কিংবা রুবেন্স, পিকাসোর চিত্রকাব্য।
এইমাত্র গোলাপের যে পাপড়িটি খসে পড়লো
হতে পারে সেটিও
কোনো এক স্তনাগ্র নারীর যৌনির আদ্রতা।