করিডোরের পাশ ঘেঁষে চলে যাচ্ছে
আনন্দ-বেদনার কতকথা....
বিস্মৃতির অতল থেকে উঠে আসে
জীবনমৃত্যুর একএকটি উপাখ্যান।
টেলিকমিউনিকেশন অফারের মতো
প্রতিদিন পাল্টে যায় বিজ্ঞানের পরিভাষা।


কষ্ট-পাপবোধ-অনুশোচনা!
গভীর থেকে আসা কিছু বিলাপধ্বনি,
এবং আজরাঈল ফেরেশতা খুব নিকটে এসে
কিছুকিছু বার্তা পৌঁছে দিয়ে যায়।
ক্লোরোর্ফমের বিষক্রিয়া জনিত মৃত্যু সংবাদও
এখানে ইট-পাথরে মিশে যায়।


পাখির গুঞ্জন নেই, ঝিঁঝি পোকার
কোলাহল নেই।
দুঃসংবাদ বহন করে নিয়ে যায়
প্রতিদিন কিছুকিছু হকারের দল...!
কথিপয় শব্দগুচ্চ ঘুরেফিরে আসে,  
এখানে সময় কেবলি সময়কে তাড়িয়ে বেড়ায়।