আগামীকাল নতুন সকাল হবে, পাখির ডাকে ঘুম ভাঙবে
শিশিরজলে হেঁটে যাবো, চোখ মেলে তাকাবে
নতুন দিনের সূর্য।
শব্দের বিকিরণে নাগরিক ব্যস্ততায় জেগে উঠবে শহর
এই শহরের বুকেই একদা তুমি ছিলে অজস্র যুবকের চোখের তীব্রতাই...
তোমার যৌবন ডঙ্কায় কেঁপে উঠতো কংক্রিট রাজপথ-অলিগলি!
মৃত্তিকারূপ সতেজ উর্বর তোমার বুকে ছিল সবুজের সমাহার,পুষ্পশর।
সেদিনও এই শহরের আকাশ ছিলো ধোঁয়াটে, তাইতো তোমাকে নিয়ে চাঁদ দেখা হয়নি,
নদীগুলো ছিলো দূষিত,একসাথে নদীও দেখা হয়নি কখনোই
এই শহরে যৎসামান্য পাহাড় আছে, তোমাকে নিয়ে গেলাম পাহাড়চূড়ায়
অথচ আমার চোখ বিঁধে গিয়েছিলো তোমার বুকের চূড়ায়!
সেদিন-ই তোমার নাম দিয়েছিলাম হিমালয়া।
প্রতিদিন জেগে উঠে সকাল,
নাগরিক ব্যস্ততার মাঝে আমি খুঁজি হিমালয়া-তোমাকে।