মহাযাত্রায় ছুটে চলেছি, দিগন্ত প্লাবিত আলোকরশ্মি ভেদ করে।
মহাকাশ থেকে দলে দলে ছুটে আসছে অজানা কিছু প্রানী দৃশ্যমান, কখনোবা অদৃশ্য বস্তুসদৃশ!
ছুটে চলেছি অন্তহীন-উত্তাল মহাসমুদ্র!
ভূ-গর্ভ থেকে বেরিয়ে আসছে কতগুলো মৃতদেহ-পূর্ব পুরুষের তসরিফ নিয়ে! কতগুলো হিসেবের খাতা!
সামন্ত প্রভুদের ভূত্য কিংবা কুঁজো দাশরা হেঁটে আসছে লম্বা এক মিছিল নিয়ে!
জেগে উঠছে পূর্বপুরুষ! হিস্যা বুঝে নিতে চাই!