জীবন সাঁকো, আস্ত নড়বড়ে
মনের ভেতর আগুন জ্বলে-আগুন জ্বলে।
মন পাখিটা যাই যে উড়ে...
দুঃখের সময় কেউ থাকেনা পাশে!
ভুল দর্শণ, ভুল মানুষ!
ক্ষয়ে যাচ্ছি ধীরে ধীরে।
আকাশটাও আজ বিষন্ন বেশ,
মেঘের জলে ভাসে।
শুকতারাটি হারিয়ে গেছে, খুঁজে ফিরি তাঁকে।
আমার বাড়ীর হ্লুদ পাখিটা হু হু করে কাঁদে।
সাগরের স্রোতে জীবন চলেছি মেপে!