শব্দগুলো এলোমেলো হয়ে যায়, বিন্যাসিত নয়
কবিতার চাষাবাদে যেন মড়ক লেগেছে!
এই সময়ের-কবিতার শব্দগুলো দন্দ্বমূখর,
ছন্দ কিংবা ছন্দহীন!
আধুনিক কিংবা পশ্চাদপদ অথবা মিশ্র শব্দের মিশেল।
উত্তর উপনিবেশ কিংবা উত্তর আধুনিকতাবাদ
কিংবা মতবাদ।
শব্দগুলো সুরহীন, দূর্বোধ্য-ঠিক যেন কবিতা নয়!
কবিতার রস কোথায়? কিছু কিছু কবিতা,
কেউ কেউ হয়তো কবি!
কবিতার জন্য চাই আবেগ-অনুভূতি, চাই ভালবাসা
কবিতার শব্দগুলো হোক সহজ, সরল, প্রাঞ্জল
ভাষা আমাদের শব্দগুলোও আমাদের সার্বজনীন।