আলোহীন একটি রাত সন্তর্পণে কাছে এসে দাঁড়ালো, খুব অন্ধকারে ছায়াময় এক নারীমূর্তির ব্যঞ্জনা অনুভব করতে গিয়ে কতগুলো শব্দ ভেঙে যেতে যেতেই, শব্দপতনে রাত্রি ক্রমশ ভারী হতেই-
পুনরায় নারী মূর্তিটি জেগে উঠেই একখণ্ড জোৎস্না হাতে সম্মুখে হাত বাড়ালো!


শব্দগুলো রাতের নগ্নতাভেদ করে প্রত্যুষে সবুজ ও কুয়াশায় জড়াজড়ি,পবিত্র সকালে উলঙ্গ কুকুরের সুতীব্র চাহনী এবং একটি কবিতা হাত পা ছড়াতে ছড়াতে বারবনিতার আখড়াই প্রবেশ!


তবে কি কবিতায় কোনো পাপ নেই!