মাটিতে সোঁদা গন্ধ নেই,
শস্যফুলে নেই সুরভিত ছোঁয়া,
পদ্মা,ধলেশ্বরী, কর্ণফুলীর বুকে পূর্বেকার লাবণ্যরেখাও খুঁজে পাইনা!
জোৎস্নায় স্নান করিনা....
তেজস্ক্রিয় লু-হাওয়াই যেনো বইছে সর্বত্র!


প্রতিদিন অসহিষ্ণু পায়ে এগোতে থাকি,
একবিংশ শতাব্দীর নীল বিচ্ছুরিত সময়টা হঠাৎ-ই থেমে যেতে চাই!


ঋষির পবিত্রতা,
বিন্দাসীর ঢমকা শরীর-চন্দন গন্ধ,
অজাত শিশুর হাসি-
সবটায় যেনো দিগন্তের চেয়েও দূরে....
অতপর; পূজারীর থালায় অজস্র অশ্রুপাত!


শীতলপাটিতেও আজকাল ঘুম আসেনা
রক্ত খাওয়া পাপ জমে গেছে দেহে...
ক্রুদ্ধ প্রকৃতি সাড়ম্বরে ঘোষণা করে চলেছে মৃত্যুদণ্ড।