বনমালী, তোকে ছুঁয়েছি কৌশোরে,
তোর বুকে হাত রেখেছি যৌবনে,
মনেপড়ে একদম-ই লুটে গিয়েছিলি,
আরো কিছুদিন পর তোকে আধেক
জীবনটাও দিয়েছি।


সেদিন-
নদীর কিনারে ভুর ভুর শব্দ করে অঝোরে কেঁদেছিস!
ভীষণ উষ্ণতা পেয়ে আমিও হতবিহবল ছিলাম,
অনুভূতির ছুড়ায় উঠেও কোনো দালিলিক প্রমাণ রেখে যেতে পারিনি!


শুধু এইটুকুই জানি, উত্তেজনায় হাঁসফাঁস করে
অলক্ষণে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লাম!


বনমালী----
তোর সেই রহস্যময় চোখ,
চাঁদ মুখ,
অসহিষ্ণু ঠোঁট,
জলমগ্ন বুকের উষ্ণতা
এবং
খিলখিলিয়ে হাসি.....


আমার ভেতরটায় এখনো মহার্ঘ্য আলোর মতো করে জেগে ওঠে,
বুকের উপকূলে বয়ে যায় কামনার ঝড়,
মাঝেমধ্যে অন্ধকারেও স্নান করি!


বনমালী -
একবার এসে বিবর্ণ শরীরটায় তোর মনটা ছুঁয়ে দে,
নতুবা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দে আমায়।