দৃশ্যত নিস্তব্ধ বিকেলে চোখ মেলে তাকিয়ে আছি
দখিনা হাওয়ায় উড়ছে কামিনীপাতা,
নিঃশব্দে ফিরে যায় নিকট অতীতে
কতগুলো মুখচ্ছবি, শালিখের রথিক্রিয়া, পুরোনো বিটোফেন!


আরো পেছনে ফিরে দেখি বালুকাবেলায় রথের মেলা,
তালপাতার বাঁশি, গুড় সন্দেস, কত কি!


মনে পড়ে সুরমাতটের প্রেম, খুনসুটি, যেখানে নদী ও কাশফুল
বালিকার ঠোঁটে প্রথম চুম্বন!
তাঁহার রংধনু কাপড়ে লেগেছিলো সূর্যের উত্তাপ।


এখন এই উন্মাদ শহরে, বড়বেশি স্পর্ধায় হারিয়েছি সেই দীপ্তিমান মুখ!
বাহ্য প্রাকৃতিক সময়ের অস্থির উন্মাদনায় নীলপর্দার আবরণে চলছে মহাকালের মহামারী!