মোহন্তের হাটে একদা জমে ওঠতো মদন পাগলার গান,
গানের তালে তালে বিক্রি হতো-
তামিজ, গুলিন, শেকড়, বাঁকর এবং সাপুড়ে কন্যার নাচ, আরো কত কী!


আহা! সে গানের মায়ায় জেগে উঠতো-হাটের মধ্যে  অন্য কোনো হাট।
হরেকরকম কারবারিতেও ছিলো কত যে মায়ারটান, মোহনজাল!


এখনো আছে মোহন্তের হাট, নেই শুধু মদন পাগলার গান, সেই মায়ারটান।
এখানে এখন দাঁড়িয়ে আছে বিষন্ন এক ছায়া, সারিবদ্ধ দাঁড়কাক।
আধেক পথ হেঁটে শুনতে পাই অশুভ আত্মার গান!


আমি পুনরায় ফিরে পেতে চাই আমার সেই মোহন্তের হাট, মদন পাগলার গান কিংবা
সাপুড়ে কন্যার শরীরি বাঁকে আবারো জেগে উঠুক আমার প্রাণ।