স্বপ্নের ভেতর যে উড়ছে নীল জ্যোৎস্নার মতো
আলোর রশ্মি হয়ে-
ছুঁয়ে গেছে পাতাহীন পাণ্ডুলিপি!


ইস্পাত শিল্পের বুকে পেরেক ঠুকে
মহার্ঘ প্রকৃতির বুননে-
মৃত্তিকার বুকের হাওয়া,
নাভীর ঘ্রাণ
আমার হৃদয়ের সূবর্ণরেখা বরাবর বইছে,
মৃত্তিকা-আমার প্রেমিকা, রূপান্তরের মাঠ।


সর্বাঙ্গীণ তাঁহার স্পর্শে আমি স্পর্ধাহীন,
বোতাম খুলে অনর্গল শব্দের বীজ বুনছি।