কুয়োর জলের মতোই ঘোলাটে হয়ে আসছে সানন্দা পৃথিবী
আঘাতে এবং অপাঘাতে কুসুমশয্যায় সুরহীন বাদ্য বাজে
দশচক্রে রাগরক্ত, আগুন স্নানে দেহ ভিজে!
ক্ষতগহ্বরে কেটে যায় ক্ষুধা,
নীল হতে থাকে রোদ্দুর!


প্রেমিকা এবং চাঁদ যেনো চুকলিবাজদের খাসমহল!
মর্ত্যধামে ঘুমহীন চোখ,
শরীরবাদী বলেই হয়তোবা গন্তব্য এখনো শেষ হয়নি।
ক্যামেরার সামনে দাঁড়িয়ে জীবৎকালের বেদনা পেছনে ঠেলে দেয় বারবার,
অনেকটা পাঁচিলের ফোকর দিয়ে এগিয়ে আসা আলো-অন্ধকারের মতোই!