ত্রিকাল-অপরাহ্নের মেঘ লুটে পড়ে শরীরে,
বারান্দা অবধি হেলে পড়ে জটিল জন্মান্তর পটভূমি।
ঝাপসা আলোয় অনুজ্জ্বল হতে থাকে মৃত্তিকার অবয়ব.....
কঙ্কাবতী, দয়মন্তি, সু-চেতনা, সুরঞ্জনাদের
আঁকাবাঁকা শরীরটাও যেন
দ্রোপদীর বস্ত্রের মতো-
প্রকৃতির বেহায়া টানে ভ্রষ্ট হতে থাকে!
যেমনটি হাটের নারী ও প্রেমিকা কিংবা রক্ষিতা
অনর্গল গোঙাতে থাকে নির্লজ্জ মেদী কুকুরের মতো।
আমরাও ভীষণ বিভ্রাটে নগ্নতায় ডুবে যায়!