মানুষ প্রকৃতির কাছে ফিরে যায়,
অজস্রবার ফিরে যায়


যেমনটি গোধূলির আকাশে মেঘগুলো উড়ে যায়
জলের শব্দে, রোদ্দুরে, পাখির ডানা মেলে, শ্যামলিমায়....


প্রকৃতির মাঝে মানুষ খুঁজে নেয় জন্ম-মৃত্যুর সুতো
ঈশ্বরবাদী কিংবা নৈরাশ্যবাদী চেতনা।


যৌবন থেকে যবনিকাকাল-
পেছনে হাসি, কান্না, অজস্র কোলাহল।


প্রকৃতি, কখনো কখনো প্রবাহমান নদীর মতো
কখনোবা কামার্ত নারীর মতো অতল পিয়াসী!


মানুষ পাপস্পর্শ করে, পাপমোচনকারী
প্রকৃতিও তেমনি দ্বিচারিণী!


তবুও প্রকৃতির বুকে মানুষ ফিরে যায়,
ক্রন্দন করে,সমর্পণ করে, চুম্বন করে!


নুহের প্লাবনে.....
আমিও প্রকৃতির বুকে আছড়ে পড়ি, বিরামচিহ্নহীনভাবে নিষ্পলক তাকিয়ে থাকি।