ছদ্মবেশি যাদুকরের চতুরালি হাসির উন্মীলিত স্রোতে কিংবা
পাতালবেশ্যার তুমুল হাতছানিতে লুটে গেছে স্পর্শময় সজীবতা
শরীর থেকে খসে পড়ে পোশাকী আবরণ,
আমাদের মাতাল তৃষ্ণার অনিবার্য প্রতিক্রিয়ায়-
মার্ক্স কিংবা লেলিন এবং আরো কিছু মতবাদ খুন হতে থাকে...
এইটুকু নিশ্চিত করে বলতে পারি-
আমাদের সোনালি ইচ্ছেগুলো মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে আছে
এবং প্রজন্মান্তরে কান্তিকর রোবট সভ্যতার বিস্ময় জাগাবে!