শবযাত্রায় হেঁটে চলেছি, মৃত্যুভূক হেঁটে চলছি।
মৃত্যুদেব! হেঁটে চলেছে সাথে
শুনিয়েছি তাঁকে একখানা কবিতা!
জম্মঅব্দি বেঁচে থাকা এবং সুখ, দুঃখের কথামালা।
মৃত্যুদেবও শুনিয়েছে ভিন্ন এক কবিতা
সুললিত ও দীর্ঘ কবিতার অংশ বিশেষ।


শবযাত্রায় হেঁটে চলেছি...
হেঁটে চলেছে বেহিসেবি জীবনের গল্প
হেঁটে চলেছে কৈশোর, যৌবন!
হেঁটে  চলেছে সমাজ, রাষ্ট এবং দর্শন।
হেঁটে চলেছে পাপ ও পূর্ণকাম।


হেঁটে চলেছে একখানা ডায়েরী!
লাল, সবুজ দাগ কেটে দিলো মৃত্যুদেব!