তীরধনুকের মতো ছুটে আসে স্বপ্নগুলো, বুকে বিঁধে।মাঝে মাঝে সাপের মতো পেঁছিয়ে যায়।
নিকোটিনের ধোঁয়ার মতো কুণ্ডলী পাঁকিয়ে যদি মিলিয়ে যেতো পুরোনু অতীত!


স্মৃতি চিহ্ন বুকে এখন আমি এই শহরের ফেরিওয়ালা।
রমনীর ভালবাসার নির্দয় নিরূপিত সময়কাল পেরিয়ে ঘুরেফিরি পথে পান্তরে।


স্মৃতিপথ চলতে চলতে খুঁজেপায় বালুর উপত্যাকা-
সেখানে হয়তোবা একদিন-
আমার জীবাশ্ম পুনরায় হাত-পা মেলবে কিংবা জেগে উঠবে!