ঈশ্বর যেমনটি গড়েছে, নিসর্গ কিংবা ঐশ্বর্য,
আফিদার হাসি-মধুগন্ধে কবি কিংবা
শুদ্ধ-অশুদ্ধ মানুষ!


বেজে ওঠে আবহ সঙ্গীত,
বকুলের মালা পড়ানো যুবক!
অনেকদূর পর্যন্ত প্রসারিত করে ভালবাসার সুতো,
বুকের ভেতর জেগে ওঠে হাত,
ঠান্ডা স্পর্শ, কামিনী ফুলের সৌরভ।


দিগন্তে খেলা করে রোদ্দুর,
রেখাচিত্রে জাগরণ....
করিডোরে ছায়াজন্মের মতো ঘুরে বেড়ায়
শত সহস্র নিঃশ্বাস,
সুন্দর কেবলি সুন্দর!
দেহে হিল্লোল, মননে প্রেম নিবেদিত হয়!


সুন্দরতম হোক অন্তঃস্থিত ভালবাসা।