তোমার হাত ধরে হাঁটবো
দ্বিধা কিংবা দ্বিধাহীনভাবে, হাঁটবো
কিছু দূর গিয়ে থমকে দাঁড়াবো
তোমার মুখটি দেখবো বলে
আরো কিছুদূর গিয়ে একটু আড়াল হবো
নিঃশব্দে একটি চুমু এঁটে দেবো!


তোমাকে সাথে নিয়ে যাবো
কতদূর যাবো- জানিনা!
গ্রামের আইল-বিল ডিঙ্গিয়ে
মেঘনার কূল পেরিয়ে
হয়তোবা আরো কিছুদূর ....


শুকনো পাতার মর্মর শব্দ,
জন কোলাহল,
পাখির কলরব
কিংবা সিগ্রেটবিহীন ঠোঁট
কোনটাই ভ্রুক্ষেপ নেই,
সন্মুখে শুধুই তুমি!


তোমার হাত ধরে হাঁটবো
হোক বৃষ্টি অঝোর ধারায়-ভিজবো
লন্ডভণ্ড হোক পৃথিবী, আমার তাতে কী!


তোমাকে সাথে নিয়ে জোৎস্না লুটে নেবো
বুকের ভেতর জমে থাকা-
দুঃখগুলো সব বিলিয়ে দেবো।
হিমু সেজে দুপুর রোদের আকাশ দেখবো
অজাত শিশুর মতো হাসবো-কাঁদবো
তোমার হাত ধরে যাবো, আরো বহুদূর.....


আমার হাত তোমাকে ছোঁবে,
ঠোঁট ছোঁবে,
মন ছুঁয়ে যাবে!