পূর্বপুরুষদের অস্তিত্বের নিকষ কালো অধ্যায় তমসুকের খত
দাসত্বের শৃঙ্খলে এখনো জেগে আছে নব নব গোকণঘাট কিংবা গাবরগণ।
পৃথিবীব্যাপী ঘটে গেছে চতুর্থ শিল্প বিপ্লব, এদেশেও।
তমসুকের খতে কিঞ্চিৎ রূপবদল মাত্র!
কেননা এখনো আমরা কেউকেউ মালো, শুদ্র, চাকর....
লালকালি চিহ্নিত নিন্মগোত্রীয় শ্রেনিবিশেষ!
যদিও তৈলাক্ত বাঁশের কঞ্চি বেয়ে কেউকেউ ছিঁড়ে ফেলে তমসুকের খত।