উত্তরীয় ঠান্ডা হাওয়া বইছে,
নীল বেদনাগুলো ডানা মেলছে ক্রমশ;
জীবনের মন্থরতা, হিংসা, ক্লেদ, অন্তরঙ্গ রমনীবিহীন
গৃহস্থালী দেয়ালে আটকে যায় দিন!


তুমি বিহীন আমি নিস্তরঙ্গ, মননে বিষম বধির,
দৃশ্যত আমার পৃথিবী নিস্তব্ধ,
অস্থির প্লাবনে দুচোখে বয়ে চলে অশ্রুজল!


তুমি, এই গোধূলিলগ্নে একটিবার যদি আসতে
আবারো জেগে উঠতো আমার লোমকূপ,
তোমার সৌন্দর্যের গোলাপি আভায়, শিহরণে
শরীরে সঞ্চারিত হতো আগুন উত্তাপ!
শীতলক্ষ্যা নদীর জলে স্নান করিয়ে দিতাম তোমাকে।


কি করে যে বলি তোমাকে? এই যে বড়ই ছেনালি যৌবন,
কামার্ত উন্মাদনায় ছুটে চলতে চাই অবিরাম।