রোজ সকালে টাইমপিস ঘড়ির শব্দ বাজে, প্রায় একই নিয়মে হন্তদন্ত ছুটে চলা,
রঙ্গজ অন্ধ মোহের বড্ড বেশী আকর্ষণ, মাঝেমাঝে নিজেকে অবহেলায় ছুঁড়ে ফেলতেও চাই!


মাতৃগর্ভের জঠর ভেদ করে ক্রমশ হিংসুটে ভূগর্ভ,
উত্তরের পালাবদল কিংবা চাপ, প্রতিনিয়ত
আত্মবোধের জলাঞ্জলি!


মস্তিষ্কে অনবরত ভর করতে থাকে অসভ্য কীটপতঙ্গ, স্নায়বিক উত্তেজনা।
অদৃশ্য কান্নাখেকোও মাঝেমধ্যে আমার খুব নিকটে এসে স্পষ্টত যায়গা দখল নেয়।


প্রতিদিষ্ট- প্রিয় একটি লালরঙা বৃত্তে কৈশবী উম্মাদনা,প্রবেশিত কার্বাইড বিষক্রিয়া...
বুভুক্ষু নগরীতে এতকিছু ঘটে চলার পরেও তোমার প্রতীক্ষারত। তোমার নাম দিয়েছি আমি "নীলকমল"


প্লিজ, অন্তত একবার এসে একটুখানি মনজুরিয়ে বসো। ভুলে যাবো অবণীতটের সমস্ত বাদবিসংবাদ।