কৈশোর থেকে উন্মত্ত যৌবন
অতপর; বার্ধক্যের কাছাকাছি এসেও
অদ্যাবধি প্রতিদিন সকালের কোমলতা,
রৌদ্রময় দুপুর পেরিয়ে মধ্যরাত অবধি
রমনীর ভালবাসার কাঙাল আমি!


গ্রাম থেকে নগর এমন কী স্বপ্নেও খুঁজে ফিরি একজন প্রেমিকা...
যে আসবে রঙিন প্রজাপতি হয়ে,
গাঁদাফুলের খোঁপা গেঁথে,
স্বচ্ছ ও উষ্ণ শরীরে
পিপাসার ঠোঁঠে....
সমস্ত নির্জনতা ভেদ করে
জলস্রোতের ছলচ্ছল শব্দে...
আমার রোমকূপে জাগাবে তুমুল অস্থিরতা
তাঁর স্পর্শে আমি হবো মাতাল পুরুষ!


জানিনা আর কতকাল অপেক্ষায় থাকবো
এখন যে বড্ড আকাল-
অতিমারীর ছোবলে মৃত্যুর হাতছানী,
হয়তোবা খুব শ্রীঘ্র-ই হারিয়ে যাবে-
আমাদের প্রাণের শিরিষতলা, বোয়ালিয়ার কূল!